নলডাঙ্গায় স্মার্টকার্ড বিতরণ করলেন মেয়র মনিরুজ্জামান মনির 

265
আহসানুর রহমান  (নাটোর) প্রতিনিধিঃ
 বুধবার (১০ শে মার্চ) সকাল থেকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে নলডাঙ্গা পৌরসভার ৪৫০ টি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলে।আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির।এ সময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার আরো একটি সাফল্য হচ্ছে সকল নাগরিকের স্মার্ট কার্ড নিশ্চিতকরন।যা প্রতিটি নাগরিকের হাতে পৌঁছানো নিশ্চিত করেছেন তিনি। মেয়র স্মার্ট কার্ডের সুবিধার  কথা উল্লেখ করে বলেন, স্মার্ট কার্ড দিয়ে যেসব সেবা গ্রহণ করা যাবে তার মধ্যে সঠিক নাগরিক সনাক্তকরণ, সঠিক ব্যক্তি সঠিক সেবা নিশ্চিত হওয়া, ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট প্রাপ্তি,টিন সার্টিফিকেট, ব্যাংক হিসাব খোলা সহ বহুবিধ কাজে সুবিধা পাওয়া যাবে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান ২০০২ সাল পর্যন্ত নিবন্ধনকৃত সকল নাগরিক এই স্মার্ট কার্ড পাচ্ছেন।  নলডাঙ্গা উপজেলায় মোট ৫৩৪০ টি স্মার্ট কার্ডের মধ্যে প্রায় ৭০ শতাংশ কার্ড বিতরণ শেষ হয়েছে। এর মধ্যে ব্রহ্মপুর ৮৯২, মাধনগর ৮৯৭, খাজুরা ৭৬৫, পিপরুল ১২০৬, বিপ্রবেলঘরিয়া ১১২৫, ও নলডাঙ্গা পৌরসভায় ৮৫৫ টি।পর্যায়ক্রমে আগামীতে নতুন করে স্মার্ট কার্ড হালনাগাদ ও বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল হোসেন,, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল মুক্তা  সহ প্রমুখ।