শিবগঞ্জে প্রভাবশালী ভূমিদস্যুর বালু পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা

190

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর-মোকাতলা রাস্তার মোকাতলা ইউনিয়নের ভাগকোলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার প্রভাবশালী ভূমিদস্যুর বালু পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন সহকারী কমিশানর (ভূমি), মৌলী মন্ডল।

জানা যায়, উপজেলার অর্জুনপুর-মোকাতলা রাস্তার মোকাতলা ইউনিয়নের ভাগকোলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় প্রভাবশালী ভূমিদস্যু দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছে। ওই প্রভাবশীর বিরুদ্ধে এলাকার কেহ কোন কিছু বলতে সাহস পায়না। দীর্ঘদিন থেকে একই স্থান থেকে বালু উত্তোলন করায় রাস্তা সহ ঈদ গাহ মাঠ দেবে যায়। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও ভূমিদস্যুর ভয়ে কেহ কোন কিছু বলতে সাহস পায় না। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে বুধবার দুপূরে সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পুলিশের সহায়তায় ২জনকে আটক করা হয়। আটকৃতরা হলো সোনাতলা থানার পূর্ব টেকানী চুকাই নগরের আব্দুল হামিদ এর ছেলে আরিফুল ইসলাম, একই থানার পূর্ব সুজাতপুর গ্রামের আব্দুল ছাত্তার এর ছেলে শফিকুল ইসলাম। পরে তাদেরকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।