বাংলাদেশ মফস্বল সাংবাদিক পীরগাছা ইউনিটের ৮ম বর্ষে পদাপর্ন

142

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিট পীরগাছা বগুড়া ৮ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে ১৩ই মার্চ শনিবার পীরগাছা হ্যাভেনলি কিন্ডার গার্টেন স্কুল মাঠে কেক কর্তন ও আলোচনা সভা ইউনিটের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ,লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, হিমাদ্রী টেক্স লিমিডেট ঢাকা এর ব্যাবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান মিটু খান, দৈনিক মুক্তবার্তা পত্রিকা সম্পাদক মির্জা সেলিম রেজা, ডেইলি ইনডিপেনডেন্ট বগুড়া প্রতিনিধি মাহফুজ মন্ডল, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার বগুড়া ব্যুরো আব্দুল ওয়াদুদ,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুহাঃ আবু মুসা,এস.এস. এন্টার প্রাইজ এর চেয়ারম্যান আহসান হাবীব, পীরগাছা বনিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মিলু, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, ইউনিটের সহ-সভাপতি আব্দুল বাছেত,এম এ রশিদ, সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেব রঞ্জন সরকার হীরা, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন নিরব, প্রচার সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক নুরুন্নরী রহমান, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, নির্বাহী সদস্য এস আই সুমন, সুজন কুমার কর্মকার, সাংবাদিক আবু বক্কব সিদ্দিীক বাদশা। এছাড়াও ইউনিটের সদস্য উজ্জল চন্দ্র সরকার, অসিম সরকার,শাহিন আলম, মামুনুর রশিদ নয়ন, ডাঃ রুবেল, ডাঃ অমল চন্দ্র বল, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক পীরগাছা আউটলেট শাখা পরিচালক আনোয়ার হোসেন,ব্যবসায়ী সুমন সরকার শহিদুল ইসলাম,ডাঃ মালেক, শাহ আলম, আশরাফুল ইসলাম, ইদ্রিস আলী, বসুন্ধরা ডায়াগনিসটিক ও সালমা ডায়াগনিসষ্টিক সেন্টারের পরিচালক প্রমুখ। অনুষ্ঠানে করোনা ভাইরাস চলাকালীন সমায়ে অসহায় মানুষের দরজায় খাবার পৌছে দেওয়া ৪জন গুনীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।