তালোড়া ইউপি নির্বাচনে ৭জন চেয়ারম্যান প্রার্থী সহ ৪৩ জন মনোনয়ন পত্র দাখিল

144

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
আগামী ১১এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮মার্চ বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক কুমার দেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মিনহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোনওয়ারুল করিম তালুকদার, শফির উদ্দিন প্রামানিক, মাহফুজুর রহমান দুলাল। প্রসঙ্গত দুপচাঁচিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে শুধুমাত্র তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১০হাজার ৯‘শ ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫হাজার ৪‘শ ৯১ ও মহিলা ভোটার ৫হাজার ৪‘শ ৬৯জন। ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৯মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন ২৪মার্চ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার(অতিরিক্ত দায়িত্ব) সাখাওয়াত হোসেন তালোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ২৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।