বগুড়া সদরের নামুজা ইউনিয়নের সিংগারজানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

133

রিপন স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা পশ্চিমপাড়ার সিংগারজানে পবিত্র ঈদল ফিতর উপলক্ষে মুনাফা মুক্ত ভাবে সাপ্তাহিক আমানত রেখে চাঁদ রাত্রিতে সকল সদস্যের টাকা দিয়ে গরু ক্রয় করে গোস্ত ভাগাভাগি করার উদ্যোগ গ্রহন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক পানি ইন্না। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু মাষ্টার, বাংলাদেশ মানবধিকার ফাউন্ডেশনের বগুড়া জেলা সেক্রেটারী আনোয়ার পাশা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সবুজ মিয়, রায়নগর ইউপির সাবেক সদস্য শিউলি বেগম, তানভির রানা মিটু, , সেলিম উদ্দিন, রিপন মিয়া, মুন্টু মিয়া, বাবলু, আঃ রশিদ, রাজু, সাজু সহ গন্যমান্য ব্যক্তি বর্গ। নেতৃবৃন্দ বলেন সাধারণ মানুষের মধ্যে অনেকে পবিত্র ঈদের দিনে গোস্ত ক্রয় করতে পারে না, তাই তারা ২০/৩০/৪০/৫০/ টাকা করে প্রতি সপ্তাহে জমা রেখে বছর শেষে ২/৩/৪/৫ কেজি করে গোস্ত ভাগে পায়, এতে আমানতকারীর সকলের সুবিধা হয়।