ঐতিহাসিক মহাস্থানগড় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

154

স্টাফ রিপোর্টার রিপন ঃ

রবিবার বিকালে মহাস্থানে ঐতিহাসিক মহাস্থান গড় অন লাইন প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। সাংবাদিক সাকাওয়াত হোসেনের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সন্মতিক্রমে সাইদুর রহমান সাজু, ( দৈঃ সাতমাথা, এশিয়ান বার্তা) কে সভাপতি, আক্তারুজ্জামান মনির (দৈঃ ইছামতি নিউজ) কে সাধারণ সম্পাদক, ও সাকাওয়াত হোসেন ( দৈঃ মুক্ত জমিন) কে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে ঐতিহাসিক মহাস্থান গড় অন লাইন প্রেস ক্লাব গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন খলিলুর রহমান সিনিঃ সহ সভাপতি (নয়া দিগন্ত), সহ সভাপতি শহিদুল ইসলাম আকাশ ( দৈঃ চিত্র বগুড়া ), যুগ্ন সম্পাদক আকাশ সরকার রাসেল( দৈঃ সুপ্রভাত বগুড়া), যুগ্ন সম্পাদক মোহাম্মাদ আলী ( আমার সংবাদ), আব্দুস সালাম দপ্তর সম্পাদক( দৈঃ ইছামতি নিউজ), সহ দপ্তর সম্পাদক দুলাল হোসেন ( দৈঃ সাতমাথা), প্রচার সম্পাদক রিপন মিয়া ( দৈঃ মুক্তবার্তা), সহ প্রচার সম্পাদক আতিকুর রহমান, (ধূমকেতু), ধর্মীয় সম্পাদক ফজলুল হক ( দৈঃ ঢাকার ডাক),তথ্য ও গবেষনা বিষয়া সম্পাদক এমদাদুল হক ( দৈঃ বর্তমান দেশ বাংলা) , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন(ধূমকেতু), শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল ( দৈঃ আলোর পথ), ক্রীড়া সম্পাদক মনির হোসেন( ৭১ বাংলা), নির্বাহী সদস্য আবু তালহা সেলিম, আপেল মাহমুদ টিটু, আব্দুল গফুর ( আমার সংবাদ), রুহুল আমিন( দৈঃ তরুণ কন্ঠ), ফরহাদ সুলতান( এশিয়ান টিভি), সামিউল ইসলাম সনি( জবস টিভি উত্তর অঞ্চল), আজিজুল হক রাজু( জবম টিভি, বগুড়া), সদস্য রাশেদ হোসেন, এ কে এম ফাহাদ, এমকে জনি, আতিকুর রহমান। সভায় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ ও দেশের উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে সংবাদ পরিবেশনে সাংবাদিকদেরকে অগ্রণী ভুমিকা রাখার জন্য ঐতিহাসিক মহাস্থান গড় অনলাইন প্রেস ক্লাবের সদস্যদেরকে সু পরামর্শ দেওয়া হয়।