বগুড়ায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ’র মানববন্ধন

188

রিপন স্টাফ রিপোর্টার

সোমবার দুপুরে ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ এর কাছে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ বগুড়া জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া শাখার আহবায়ক মোঃ আব্দুর রউফ ও সদস্য সচিব মোঃ আবু মুসাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

দাবী গুলোর মধ্যে রয়েছে, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড ১১ তম করতে হবে ও শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। পদের নাম প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সুপার করতে হবে। শিক্ষা মন্ত্রনালয়ের চাকুরীবিধি ২০২১ বাস্তবায়ন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।