বগুড়া শেরপুরে গণহত্যা দিবস পালিত

163

মোঃ জাকির হোসেন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি।

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজলো পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী এদেশের সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে নির্বিচারে এদেশে গনহত্যা করে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার পুটি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার, সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: আমির হামজা, শহর আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, খাদ্য নিয়ন্ত্রক অফিসার সেকেন্দার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার সুবির কুমার পাল, সমাজ সেবা অফিসার ওবাইদুল প্রমুখ।