জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় কেক কাটা ও আলোচনা সভা

152

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রসমাজের উদ্যোগে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ফরহাদ আলী খোকন। জেলা ছাত্রসমাজের সদস্য সচিব শফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল ফারুক, জেলা জাপানেতা শহিদুর রহমান পশারী মন্টু, লুৎফর রহমান সরকার স্বপন, সাহিদুল ইসলাম, আজিজ আহম্মেদ রুবেল, সফিকুল ইসলাম সুইট, ছাত্রনেতা তাহমিদ প্রতীক, মিল্লাত হোসেন, আরাফাত রাফি সৌম্য, ইমন. নিলয়, সোহাগ, রেহান, রিফাত, আতিক, রাকিব হাসান, আব্দুর রাজ্জাক, রানা মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে জাতীয় ছাত্রসমাজ বদ্ধপরিকর। জন্মলগ্ন থেকেই ছাত্রসমাজ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করছে। আগামীতে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করে যাতে ক্ষমতায় যেতে পারে এজন্য জাতীয় ছাত্র সমাজকে প্রস্তুত হতে হবে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গঠনে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। সাংগঠনিকভাবে জাতীয় ছাত্র সমাজকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সমুহে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ঠদের প্রতি আহবান জানানো হয়।