বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

176

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরের খামারকান্দি উত্তরপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ৭ এপ্রিল বুধবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মনোয়ারা খাতুন(৪৫) আত্মহত্যা করেছেন।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুনের একমাত্র ছেলে মজনু মিয়ার স্ত্রী তাসলিমা খাতুনের সাথে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে প্রায় দিনই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
এরই এক পর্যায়ে মনোয়ারা খাতুন মানসিক চাপ সহ্য করতে না পেরে ৭ এপ্রিল বুধবার সকাল ৯ টার দিকে গ্যাস ট্যাবলেট খায়। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে অবস্থা আরো খারাপ হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর ১ টার দিকে বগুড়া পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর চেয়ারম্যান মারফত জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।