রাস্তায় বসে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

134

অনলাইন ডেস্ক
হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় ব্যবহারযোগ্য না থাকায় রাস্তায় দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌরভবনের সামনে খোলা আকাশের নিচে তারা এই দায়িত্ব নেন।

দায়িত্ব নেয়ার সময় মেয়র নায়ার কবির বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হয়েছে। পৌরসভা ধ্বংস্তূপে পরিণত হওয়ায় পৌর নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সময় দ্রুত সময়ের মধ্যে নাগরিকসেবা চালুর চেষ্টা চলছে জানিয়ে সবার সহযোগিতা চান মেয়র।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬-২৮ মার্চ ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থরা। তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন, ভূমি অফিস ও খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনসহ প্রায় ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।