শাজাহানপুরে স্মার্ট ফোন না পেয়ে যুবকের আত্মহত্যা

130

স্টাফ রিপোর্টার

বগুড়ার শাজাহানপুরে স্মার্ট ফোন কিনে না দেয়ায় অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রীকান্ত (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার রাধানগর গ্রামের শ্রী নিরঞ্জন চন্দ্র দাসের এর ছেলে। রবিবার (১১ এপ্রিল) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর হিন্দু পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্তের বাবা ও স্বজনরা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন যাবত ১০ হাজার টাকা দামের একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন কিনে নেওয়ার জন্য পিতা-মাতার নিকট জেদ ধরে। কিন্তু গরীব পরিবার হওয়ায় এতো টাকা দামের মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করে পিতামাতা। এ নিয়ে মনের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারন করতে থাকে শ্রীকান্তের। এছাড়া যুবক বয়সে এমন মোবাইল সেট নিয়ে বন্ধুরা আনন্দ আড্ডা দিলে শ্রীকান্তের এরকম আ্যান্ড্রোয়েড মোবাইল সেট না থাকায় মনে দুঃখ জাগে সীমাহীন।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্পীড ক্যানের সাথে গ্যাস ট্যাবলেট মিশিয়ে পান করে একাকী ঘড়ে ছটপট করতে থাকে শ্রীকান্ত। পরে পিতা-মাতা ও স্বজনরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১১ এপ্রিল বিকেলে তার অকাল মৃত্যু হয়। এ ঘটনায় ওই হিন্দু পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।