বগুড়ায় সম্মাননা পেলেন ১০ গুণিজন

138

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়ায় ১০ জন গুণীব্যক্তিদের মাঝে স্বীকৃতি স্বরূপ ২০১৮-২০১৯ সম্মামনা দিয়েছে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে জুম এপ্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ৫ জন সম্মাননা প্রাপ্ত গুণীব্যক্তি কণ্ঠসংগীতে মো. মোজাহার হোসেন, নৃত্যকলায় জর্জেট বুলবুল ব্যাপারী, আবৃত্তিতে তোফাজ্জল হোসেন, যাত্রাশিল্প মো. মোকবুল হোসেন, নাট্যকলা উৎপল ভট্টাচার্য্য।

২০১৯ সালে ৫ জন সম্মাননা প্রাপ্ত গুণীব্যক্তি কণ্ঠসংগীতে মো. আবুল কাশেম, ফটোগ্রাফি আসাফ-উদ-দৌলা ডিউক, চারুকলায় হেলেনা খানম ইরানী, যাত্রাশিল্প মো. সাইফুল ইসলাম, নাট্যকলায় মো. জাহিদুর রহমান মুক্তা।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মো. মকবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সুলতান মাহমুদ খান রনি। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন।

বগুড়া জেলা শিল্পকলা একাডেমি প্রতি বছর ৫ টি বিষয়ে ৫ (পাঁচ) জন গুণীব্যক্তিদেরকে সম্মামনা দিয়ে থাকে। গুণীব্যক্তিদের স্বীকৃতি স্বরূপ প্রত্যককে ১০ হাজার টাকার চেক, মেডেল, সনদপত্র, উত্তরীয় ও পুরস্কার দেয়া হয়। এরই ধারাবাহিকতায় এবছর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৮ ও ২০১৯ দেয়া হচ্ছে।