শিবগঞ্জে বালুখেকোরা বেপরোয়া, ফসলী জমি হুমকির মুখে

222

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বালু খেকোরা উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এতে হুমকির মুখে পতিত হচ্ছে ফসলী জমি। উপজেলার কিচক ইউনিয়নের বাহাদুরপুর মধ্যপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া গাংনাই নদী থেকে অবৈভাবে বালু উত্তোলন করছেন এলাকার বালুখেকোরা। এলাকার কৃষক শামীম হোসেন বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন এলাকার ভূমিদস্যু মল্লিকপুর গ্রামের ধলু মিয়া ছেলে রাজু মিয়া (২৮) ও বাহাদুর মধ্যপাড়া গ্রামের ভুট্টু মিয়া পুত্র খলিল (৩৫) বেশ কয়েক দিন যাবৎ গাংনাই অবাধে বালু উত্তোলন করছে। কৃষক শামীম সহ এলাকার কৃষকরা বাঁধা প্রদান করলে ভূমিদস্যুরা বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করে আসছে। এ বিষয়ে কৃষক শামীম বলেন, খলিল ও রাজু বহিরাগত লোক নিয়ে গিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে গাংনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে যে কোন মুহুর্তে নদীর ভূগর্ভে ফসলী জমি ধ্বসে বিলিন হয়ে যাবে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল বলেন, অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জমাদি জব্দ করা হয়েছে।