বগুড়ায় খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের বাড়ি ছুটছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাওন

141

স্টাফ রিপোর্টার

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সারা দেশের মতো বগুড়ার শাজাহানপুরেও কর্মহীন হয়ে পড়েছেন কর্মজীবিরা। উপার্জন বন্ধ হওয়া এসব পরিবারের পাশে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন তরুন সমাজ সেবক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির শাওন।
লকডাউন ঘোষণার দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ স্ট্যাটাস দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন শাওন। সেই সাথে ফেসবুক ম্যাসেঞ্জার অথবা মোবাইল ফোনে খাদ্য সহায়তা প্রত্যাশীদেরকে যোগাযোগ করতে অনুরোধ জানান।

সহায়তার এমন ঘোষণায় লকডাউনের প্রথম দিন থেকেই কর্মহীন মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অসহায় মানুষেরা শাওনের ফেসবুক ম্যাসেঞ্জার ও মোবাইল ফোনে যোগাযোগ করছেন। সে মোতাবেক সিএনজি চালিত অটো টেম্পু নিয়ে শাজাহানপুরের অলি-গলিতে ছুটে বেড়াচ্ছেন শাওন। কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ব্যাগ ভর্তি খাদ্য সামগ্রি। তার দেয়া প্রতিটি ব্যাগে রয়েছে ৩ কেজি চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন, ১ পোয়া ছোলা, ১ পোয়া মসুর ডাল, ৫০ গ্রাম করে হলুদ ও মরিচের গুড়া এবং কিছু পরিমাণ গরম মসলা।

সেই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অসহায় পরিবারের সকল সদস্যদের জন্য দেয়া হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক মাস্ক। লকডাউনের ৫ম দিন রবিবার পর্যন্ত শাওনের ফেসবুক ম্যাসেঞ্জার ও মোবাইল ফোনে শতাধিক কর্মহীন পরিবার রিকুয়েস্ট পাঠিয়েছেন। এর মধ্যে চকলোকমান, সুজাবাদ, সাজাপুর, ডোমনপুকুর, মোস্তাইল গ্রামের অর্ধশত কর্মহীন পরিবারে পৌঁছে গেছে শাওনের খাদ্য সহায়তা।

একদিকে পবিত্র রমজান মাসে রোজাদার মানুষের ঘরে খাদ্য থাকাটা অতীব জরুরী। অপরদিকে কঠোর লকডাউনে উপার্জন বন্ধ হওয়ায় মানবেতর অবস্থার মুখোমুখী সমাজের কর্মহীন মানুষ। এমন পরিস্থিতে অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে শাওনের এই অবস্থান মানব সেবায় এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন সচেতন মহল।।