মাইকিং করে এ্যানথ্রাক্সে আক্রান্ত ২ গরুর মাংস বিক্রি

147

মোঃ আল আমিন হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে এ্যানথ্রাক্সের উপসর্গে অসুস্থ্য ২ টি গরু জবাই করে শোয়া ৪ মন মাংস বিক্রি করার ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) রাতে এ্যানথ্রাক্সে আক্রান্ত গরু ২টি জবাই করা হয় ও মঙ্গলবার (৪ মে) এলাকায় মাইকিং করে তা বিক্রি করা হয়।

গরু দুটির মালিক উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত তাজের আলীর ছেলে আবুল কালাম ও তার ছেলে বোরহান উদ্দিন জানায়, ‘গত রোববার বিকেলে ঘাস খাওয়ানোর পর থেকে তাদের একটি গাভী ও একটি ষাঁঢ় গরুর পেট ফুলে যায় ও খাওয়া বন্ধ করে দেয়। প্রবল জ্বর এসে গরু দুটির পায়ের মাংস পেশি ফুলে শক্ত হয়ে যায় এবং পায়খানাও বন্ধ হয়ে যায় ও পায়ুপথে রক্ত বের হয়। পরে জনৈক পশু চিকিৎসক ও এলাকাবাসীর পরামর্শে সোমবার রাতে অসুস্থ্য গরুদুটি জবাই করে সস্তা দামে বিক্রি করা হয়। বিক্রির শেষ পর্যায়ে ৩ ব্যাগ মাংস জব্দ করে মাটির নীচে পুঁতে দেয় পশু কর্মকর্তা।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা: কাওছার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার ও তা ধ্বংশ করা হয়েছে। সেইসাথে ঘটনাস্থলে লবন দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।’
অপরদিকে, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান জানান, ‘ধারণা করছি যে এটা ফুড পয়েজনিং থেকে গরু দুটির এ সমস্যা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর প্রকৃত রোগের কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে যতটুকু মাংস উদ্ধার করা হয় তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে।