৩৭ লাখ করে ক্ষতিপূরণ পেল করোনায় মৃত্যুবরণকারী দুই নার্সের পরিবার

214

অনলাইন ডেস্ক
দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই নার্সের পরিবার ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা পেয়েছে। তাদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চেক তুলে দেন।

এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছেন জাতি তাদের কখনো ভুলবে না।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এই দুই নার্স হলেন-নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও আমিনা খাতুন। এরমধ্যে রহিমা খাতুন গত বছরের ২ নভেম্বর ও আমিনা খাতুন ১২ নভেম্বর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।