বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে চালের পরিবর্তে নগদ অর্থ প্রদান

140

সোহাগ মাহবুব: বুধবার (০৫ মে) সকাল ১১টায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার প্রদত্ত মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় কর্মহীন মানুষের মাঝে চালের পরিবর্তে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

নগদ অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র ইউ’পির চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঈদ উপলক্ষে গরীব অসহায় কর্মহীন মানুষের মাঝে যে ১০ কেজি চাল দিতেন তার পরিবর্তে ৪৫০টাকা নগদ অর্থ প্রদান করছেন। তিনি আরো বলেন করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করুন এবং সরকারী বিধি নিষেধ মেনে চলুন।

এতে উপস্থিত ছিলেন, ইউপি সচিব, আজিজুল হক, ইউপি সদস্য আজিজুর রহমান, আব্দুল ওয়াদুদ খোকা, এমদাদুল হক, জহুরুল ইসলাম, তাজুল ইসলাম রাসেল, উদ্দ্যোক্তা সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজাম প্রমূখ।