দুপচাঁচিয়ায় বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত

140

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১ মৌসুমে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কৃষক নির্বাচনের জন্য লটারী করা হয়েছে। আজ ৮ মে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা খাদ্য এবং কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিকের পরিচালনায় নিবন্ধিত কৃষকদের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম প্রমুখ। এ উপজেলায় গতকাল ৯মে পর্যন্ত ২হাজার ৮’শ ৪২জন কৃষক এ্যাপসের মাধ্যমে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সরবরাহের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে থেকে লটারীর মাধ্যমে প্রথম পর্যায়ে ৮’শ ৪২জন নির্বাচিত কৃষকের নিকট থেকে ৮’শ ২১ মে.টন বোরো ধান সংগ্রহ করা হবে। এ উপজেলায় ১হাজার ৬’শ ৪২ মে.টন বোরো ধান সংগ্রহ করা হবে। আগামী ১৬আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।