শিবগঞ্জে পউস এর আয়োজনে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

141

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা গুজিয়া পউস ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদুল উপলক্ষে অসহায় ও অতি দরিদ্রদের মাঝে শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি ও গাছের চারা বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক বুলবুল আহম্মেদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামিউল ইসলাম এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, উপ-নির্বাহী পরিচালক আব্দুল মমিন মুন্নু, পউস এর সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান মীর, অর্থ হিসাব পরিচালক সুখেন্দু চন্দ্র মালাখার, আইটি অফিসার আইয়ুব আলী, অডিট অফিসার নূরুন্নবী ইসলাম, শাখা ব্যবস্থাপক আব্দুল ওহাব সহ সংস্থার নেতৃবৃন্দ। এসময় এলাকার ৩ শতাধিক গরীব দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে তিন শতাধিক পরিবারে মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। শনিবার আলিয়ারহাটে সমিতির সভাপতি এজেডএম মাইদুল ইসলাম ভিডিও কলের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোঃ মিঠুন মিয়া, প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুল আলীম, সদস্য মুসলেহ উদ্দিন সোহেল, শিক্ষার্থী কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবিহা আলম মুন্নী প্রমুখ । ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, লাচ্ছা সেমাই, করাচি সেমাই, চিনি, দুধ ও মুড়ি। একই দিন বিকালে সৈয়দপুর ইউনিয়নেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এজেডএম মাইদুল ইসলাম বলেন, ঈদের খুশি আরও আনন্দঘন করতে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি।