বিএমএসএফ এর উদ্যোগে গাইবান্ধায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

181

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রথম আলো পত্রিকার সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থা করে পরবর্তীতে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আসামী করে পুলিশে সোপর্দ করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে আজ ২০ মে বৃহস্পতিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১টায় গাইবান্ধা জেলা শাখার আয়োজনে নাট্য সংস্থার সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি খালেদ হোসেনের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমস্ এর জেলা প্রতিনিধি জাভেদ হোসেন এর পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলো প্রত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি নিয়ামুল হাসান পাভেল, নিরাপদ যানবাহন চাই চেয়ারম্যান ও গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান সরকার মিলন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্তী, এস এ টিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার প্লাবন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব, সিএনএন বাংলা টিভি বাংলাদেশ মানবধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, পরিবর্তন ২৪ টিভির সম্পাদক বিমল কুমার, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জান্নাতুল নাইম, সাংবাদিক সালাম আশিকী, আমিরুল ইসলাম কবির, আশরাফুজ্জামান সরকার, ওবাইদুল ইসলাম মুন্না, ফজলার রহমান, পাপুল সরকারসহ অন্যারা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও সারাদেশ ব্যাপী গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলা ও মামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।