বঙ্গবন্ধু সৈনিক অসুস্হ আবু সাঈদের পাশে আওয়ামী লীগ নেতা দুলু

184

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকান্ডসহ সব কিছু ভালো লাগার এক মানুষ বগুড়া শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ সরদার (৮১)। যিনি জীবনের সন্ধিক্ষণেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এ মানুষটির বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। দৃঢ় মনোবলের মানুষটি মৃত মাহমুদুল আলী সরদারের পুত্র যার নিবাস শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে। এলাকার কৃতি সন্তান বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের-১ম প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু গতকাল মঙ্গলবার তাকে দেখতে গেলে রোগাক্রান্ত ও বয়সের ভারে নুয়ে পড়া শরীরে শক্তি সঞ্চর হলো। শত কষ্টের মাঝে তাকে সান্নিধ্যে পেয়ে আনন্দে বুক ভরে গেলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতাকর্মীদের পাশে যে ভাবে দাঁড়াতেন ঠিক সেই পথ অনুসরন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আসাদুর রহমান দুলু জেলার বিভিন্ন উপজেলায় অসু¯ নেতাকর্মীদের খোঁজ-খবর নেয়া আর্থিক সহযোগিতা ও চিকিৎসার সকল দায়িত্ব নেয়া অব্যাহত রেখেছেন। তিনি বলেন, ‘সুসময়ে অনেক বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়’ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনা দেশের ক্লান্তিকালে অসময়ে পাশে দাঁড়িয়ে যে অনবদ্য দৃষ্টান্ত ¯াপন করছেন ঠিক এমনি ভাবে আমি অসময়ে. দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। সুসময়ে মানুষের সান্নিধ্যে থাকা মানবিক গুনাবলির আওতায় পড়ে না। একই এলাকার চকজোড়া দক্ষিণপাড়া সিরাব আলীর পুত্র জাহিদুল ইসলাম দুর্বত্তদের হাতে নিহত হওয়ায় তার শোক সন্তপ্ত পরিবারের খোঁজ-খবর নেন। এসময় উপ¯িত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যক্ষ আবু জাফর,আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান বাপ্পি, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাছেল আলী, ছাত্রলীগ নেতা স্বাধীন মিয়া, সাব্বির হোসেন, আকাশ, মাহমুদুল, সাবিক, উজ্জল, মারুফ প্রমুখ।