নামুজার সাবেক ইউপি সদস্য আবুল কাসেম সরদার এর দাফন সম্পন্ন

245

এম দুলাল বগুড়া (সদর) প্রতিনিধিঃ অত্যন্ত নিষ্ঠাবান, সমাজকর্মী বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাসেম সরদার গত ২৪ মে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়া থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন, (ইন্না……রাযেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রীসহ দুই কন্যা এক ছেলে সন্তান রেখে গেছেন। সুদীর্ঘ জীবনে ইউপি সদস্য থাকাকালীন তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে এলাকাবাসীর মনোমুগ্ধতা অর্জন করেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এলাকায় ধর্মীয়, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও বিনোদনমূলক কাজের প্রেরণা জুগিয়েছে। নিরহঙ্কার, মিশুক প্রকৃতির হাসিখুশি এই মানুষটি ধর্মকর্মেও ছিলেন একনিষ্ঠ বান। মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরদিন মঙ্গলবর বাদ যোহর নামাজে জানাযায় মানুষের উপস্থিতিই তাঁর জনপ্রিয়তার প্রমাণ দেয়। জানাযার পূর্বে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, নিডোর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, নামুজা ইসলামী একাডেমী কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অবসর প্রাপ্ত জেলা জেলা খাদ্য নিয়ন্ত্রক আলহাজ্ব শামছুল হুদা, প্রধান শিক্ষক আব্দুর রহমান, নামুজা এসএস আই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ রোস্তম আলী। এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিছার রহমান দুলালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
উলে­খ্য যে, মরহুম আবুল কাসেম সরদার নামুজা ইউপি চেয়ারম্যান এসএস রাসেল মামুনের মামা ও বগুড়া সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম মোফাচ্ছেরুল ইসলাম শাকিল এর বাবা।