রাজশাহীতে অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন সনাতন চক্রবর্ত্তী

340

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির : পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্ত্তী অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) হিসাবে রাজশাহী জেলা পুলিশে দায়িত্ব গ্রহন করেছেন।বুধবার সকালে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলায় স্বাগত জানান।উল্লেখ্য,তিনি লালমনিরহাট জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ট্রেনিং ইন-সার্ভিস হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত-১৭ইমে রাজশাহী জেলায় বদলীর আদেশ হয়।২০১০ সালে সহকারী পুলিশ সুপার ২৮তম বিসিএস এর মাধ্যমে প্রথম যোগদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে।পরবর্তীতে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকুরিটি ফোর্সে(এসএসএফ)।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সহকারী পুলিশ সুপার পদে এসএসএফ এর টিমের সদস্য হিসাবে দেশের বিভিন্ন স্থানসহ নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন এবং তার সাথে বিভিন্ন দেশে সফরেও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।এছাড়াও ২০১৬ সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে সময়ও এসএসএফ এর নিরাপত্তা টিমের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাতন চক্রবত্তী।তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার কার্যক্রমে সর্বদা কর্মজীবনে যেন তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে পালন করতে পারেন সেইজন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন।