দুপচাঁচিয়ায় সংসদ সদস্যের নিকট বাশিস এর স্মারকলিপি প্রদান

181

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাশিস দুপচাঁচিয়া উপজেলা শাখার পক্ষ হতে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নূরুল ইসলাম তালুকদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। অদ্য ৩১ মে সোমবার দুপচাঁচিয়া আক্কেলপুর রোডস্থ সংসদ সদস্যের বাসভবনে তাঁরা এ স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াজো ফোরামের পক্ষ হতে মাননীয় সংসদ সদস্যকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে স্মারকলিপিতে উত্থাপিত বিষয়টি মহান সংসদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে উপস্থাপনের অনুরোধ জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান শিক্ষা বান্ধব সরকার হাজার হাজার রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। সেই সঙ্গে মাধ্যমিক ও কলেজ পর্যায়েও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা হয়েছে। কিন্তু একসাথে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না করার কারণে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক সহ পুরো দেশবাসী। ১৯৭২ এর সংবিধানের ১৭(ক) ধারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাদর্শন অবৈতনিক শিক্ষার কথা তথা জাতীয়করণের কথা উল্লেখ থাকলেও স্বাধীনতার ৪৯বছরেও তা বাস্তবায়িত হয়নি এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য আকাশ ছোঁয়া পার্থক্য। এই বেতন বৈষম্য দূর করতে এবং মুজিববর্ষকে অবিষ্মরনীয় করে রাখতে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন তথা শিক্ষা জাতীয় করণের ঘোষণা আসন্ন ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশনে উপস্থাপন করতে মাননীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুল আলীম, বাশিস বগুড়া জেলা শাখার অর্থ সম্পাদক নুর রায়হান মুন, বাশিস বগুড়া সদর শাখার সভাপতি ইকরাম হোসেন, বাশিস দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ, বাশিস শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুনছুর রহমান, বাশিস দুপচাঁচিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বুলবুল, বাশিস আদমদীঘি উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ সহ শিক্ষক নীলকান্ত রায়, আব্দুল কাদের, ফেরদৌস আলী, হারুনুর রশিদ, ছামছুল ইসলাম প্রমুখ।