ধুনটের স্কুল শিক্ষিকা ফৌজিয়া বিথীকে বগুড়া জেলা প্রশাসকের সেলাই মেশিন ও চেক উপহার

414

স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনট উপজেলার স্কুল শিক্ষিকা ফৌজিয়া বিথীকে একটি সেলাই মেশিন ও নগদ ১০হাজার টাকার চেক উপহার দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি)।সমাজসেবামূলক কাজে উৎসাহিত করতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
সোমবার (৩১ মে) দুপুরে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক তার কার্যালয়ে ফৌজিয়া বিথীর হাতে উপহার তুলে দেন।

জানা গেছে, গত থেকে করোনাকালে নিজ হাতে তৈরি করা মাক্স বিতরণ, কর্মহীন পরিবারের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন ধুনট উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফৌজিয়া বিথী। নিজের জমানো টাকায় তিনি কর্মহীন হয়ে পড়া লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন।
ঈদের আগেও তিনি অসংখ্য মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন বাড়িতে গিয়ে। কোন ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াই ফৌজিয়া বিথীর সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ব্যাপক প্রসংশিত হয় সর্ব মহলে।
বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান  বলেন ফৌজিয়া বিথীর এই কাজে আরো উৎসাহিত করতে জেলা সমাজ কল্যাণকমিটি থেকে একটি সেলাই মেশিন ও নগদ ১০ হাজার টাকা চেক উপহার দেয়া হয়েছে।