সোনাতলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

229

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। ৩১ মে সোমবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা,এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের,ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল,অসীম কুমার জৈন নতুন,প্রভাষক রুহুল আমিন, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,আওয়ামী লীগ নেতা প্রভাষক রুহুল আমিন হিরু, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রশিদ সোহেল প্রমুখ। উদ্বোধনী দিনে খেলায় সোনাতলা পৌরসভাসহ ৮টি দল অংশ গ্রহন করে। অপর দলগুলো হলো, সোনাতলা সদর,বালুয়া,দিগদাইর,জোড়গাছা,মধুপুর,তেকানী চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়ন। এরমধ্যে বালুয়া ইউনিয়নকে জোড়গাছা,সদর ইউনিয়নকে তেকানী চুকাইনগর,মধুপুর ইউনিয়নকে সোনাতলা পৌরসভা ও দিগদাইর ইউনিয়নকে পাকুল্লা ইউনিয়ন পরাজিত করে জয়লাভ করে। বিজয়ী দলের মধ্যে ১ জুন মঙ্গলবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।