বগুড়ার জলেশ্বরীতলায় কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

384

স্টাফ রিপোর্টার
বগুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় এক কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, বগুড়া শহরের জলেশ্বরীতলায় অভিযান চালিয়ে কোচিং খোলা রাখার অপরাধে ‘সৌরভ ইংলিশ টিউটর হোম’ নামে কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।