শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

227

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে লুৎফর রহমান লুটু (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। লুৎফর একই গ্রামের রফিক উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা এম রহিম বলেন, লুৎফর সকাল থেকেই বাড়ির উঠানে ধান মাড়াই কাজ করছিলেন। কাজ শেষে চিটাধানগুলো আলাদা করতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন লুৎফর। ওই সময়ই লুৎফর বিদ্যুতায়িত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসমত আলী বলেন, স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে গিয়ে লুৎফর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।