বগুড়ায় র‍্যাবের অভিযানে ২৮০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক গ্রেফতার

201

স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের মাটিডালী মোড় থেকে ২৮০ বোতল ফেন্সিডিলসহ স্বপন কুমার রাজবংশী (৫০) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব৷ তিনি ঢাকা শহরের মিরপুর থানার কোটবাড়ি গাবতলী এলাকার মৃত নরেন রাজবংশীর ছেলে। র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার সময় শহরের মাটিডালি মোড়ে রংপুর বগুড়া মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করে।

ওই সময় তার ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৪৩৮৭ সহ নগদ ১৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা মাটিডালী মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে থাকে। ওই সময় তাদের তথ্য অনুযায়ী ট্রাকটিকে দেখলে পেলে তা থামিয়ে তল্লাশি কর‍তে থাকে। তল্লাশি শেষে ট্রাক থেকে ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।