শাজাহানপুরে মৎস্যচাষীদের মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

166

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিচালনায় ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় মৎস্যচাষী, মৎস্যখামারী ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে গুলসা, পাবদা ও টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: আয়েশা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, ইউডিএফ কর্মকর্তা ফারজানা পারভীন, ক্ষেত্র সহকারী এইচএম আরাফাত, শাহ নিয়াজ আলী, কম্পিউটার অপারেটর নিলুফা আক্তার প্রমুখ।