বগুড়ার শাজাহানপুরে ভূমিহীন সরকারী ঘর পানিতে ভাঁসছে

298

দুলাল হোসেন শাজাহানপুর বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে পলিপাড়া এলাকায় সরকারী খাসজমিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের অধীনে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের প্রথম পর্যায়ের ৯টি নতুন ঘর ভাঁসছে পানিতে। গত ৩ দিন ধরে সেখানে থাকা নয়টি পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। চলতি বছরের গত ২৩ জানুয়ারি তৎকালীন ইউএনও মাহমুদা পারভীন এসব ঘর হস্তান্তর করেন। স্থানীয়রা জানান, এই জায়গাটা প্রতিবছর বৃষ্টির পানিতে প্লাবিত হয়। সেখানে নিম্নমানের ইট দিয়ে এমন তুলনামূলক নিচু জায়গায় এসব ঘর তৈরি করেন মাহমুদা পারভিন নিজের ক্ষমতার অপব্যবহার করে। এসব ঘরের একজন বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হজুর আলী ওরফে হায়দার আলী জানান, একদিনের বৃষ্টিতে ঘরে পানি ঢুকে গেছে। রান্নাঘর, যাতায়াত রাস্তা, টিউবওয়েল, বাথরুম পানিতে ডুবে আছে। প্রতি রাতে সাপ পোকামাকড়ের ভয়ে ঘুমাতে পারিনা। এ অবস্থায় আমরা এখানে অনেক কষ্টে আছি। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বর্তমান ইউএনও আসিফ আহমেদ ঘটনাস্থলে গিয়ে তাদের ত্রাণ সহায়তা দিয়েছেন এবং পানি কমে গেলে ভালো ভাবে বসবাসের উপযোগী করে দেয়া আশ্বাস দিয়েছেন। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।