শাহজাদপুরে ডা. ইউনুস আলী খানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

147

মোঃ আল আমিন হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. ইউনুস আলী খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর শাখার আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়। সেখানে বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি এ্যাড. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মণিরুল গণি চৌধুরী শুভ্র ও বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রওশন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় ভার্চুয়াল লাইভে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকী। ভার্চুয়াল লাইভে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি চয়ন ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক। উক্ত স্মরণসভায় মরহুম ডা. ইউনুস আলী খানের সফল কর্মময় জীবনের ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিচালনা পরিষদের সদস্য মতিউর রহমান লাল্টু, ইউনুস আলী খান ফাউন্ডেশানের সাধারন সম্পাদক প্রীসিলা খান মলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, রংধনু মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন প্রমূখ। পরে, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম রব্বানী।