বগুড়া ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণ

161

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

মানুষ মানুষের জন্য ও মানব সেবাই হলো পরম ধর্ম এই দুটি বিষয়কে সামনে রেখে দুখী মানুষের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বগুড়া সবুজ সপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জি: খায়রুল আলম লাখিন। এরই অংশ হিসেবে শনিবার সকালে শহরের পুলিশ লাইন এলাকায় সুইপারপট্টিতে প্রায় ৫০ টি পরিবারের মাঝে আম,মাল্টা,আটাসহ, নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ-সময় সবুজ সপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেন সারাবিশ্বের পাশাপাশি আমাদের দেশেও করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। এ থেকে উত্তরনের জন্য এবং সাধারন মানুষের জানমাল রক্ষার্থে এ সরকার লকডাউন ঘোষনা করেছে। এর ফলে অধিকাংশ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ বেকার ও কর্মহীন হয়ে পড়েছে। তাই এই সময়টাতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের কে এসকল অসহায়, কর্মহীন ও অবহেলিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। এসময় সবুজ সপ্ন ফাউন্ডেশনের সদস্য কায়সার,মিতু,রাকিব,বাশার, তামান্না, রিয়া,সাগর,ফারহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।