বগুড়ায় আরও ৮জনের মৃত্যু, শনাক্ত ১২৭

214

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় জেলার তিন হাসাপাতালে দুই নারীসহ ৮জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বগুড়ার ৫জন এবং বাকি ৩জন অন্য জেলার বাসিন্দা। এই নিয়ে গেল ৪৮ ঘন্টায় করোনায় ১৫জন প্রাণ হারালেন।

মারা যাওয়ার তালিকায় নতুন যুক্ত হওয়া ৮জন হলেন- বগুড়া সদরের নুর বানু(৪৫), সুরেশ চন্দ্র(৬৫), অতুল দেবনাথ(৬০), শাহনাজ পারভীন(৪০) ও গৌর চরণ(৬৭), নাটোর জেলার হেলাল(৫৮) ও আব্দুস সাত্তার(৬৫) এবং নওগাঁর আলতাব হোসেন(৭৬)।

এদের মধ্যে নুর বানু, সুরেশ, অতুল ও হেলাল সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, আব্দুস সাত্তার ও আলতাব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে এবং শাহনাজ ও গৌর চরণ টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩৩৬নমুনার ফলাফলে নতুন করে ১২৭জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৭দশমিক ৭৯শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১জন। নতুন আক্রান্ত ১২৭জনের মধ্যে সদরের ৭৮জন, আদমদীঘিতে ১৩জন, দুপচাঁচিয়ায় ১০জন, গাবতলীতে ৭জন, শিবগঞ্জে ৬জন, সারিয়াকান্দি ৫জন, শাজাহানপুরে ৫জন, নন্দীগ্রামে ২জন এবং শেরপুরে একজন আক্রান্ত হয়েছেন।

বুধবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৩৬৮নমুনায় ১৫২জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

ডা. তুহিন জানান, ২৯জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৯টি নমুনায় ৭৯জনের, জিন এক্সপার্ট মেশিনে ১২নমুনায় ৪জনের, এন্টিজেন পরীক্ষায় ৫৬নমুনায় ২৬জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯নমুনায় ১৮জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৮৩৯জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৬১২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৮জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৯৪জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৮৩৩জন।