শিবগঞ্জে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মচারীকে ছুরিকাঘাত

250

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে চাঁদার টাকা না পেয়ে দূর্বৃত্তরা সরকারি কর্মচারীকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং- ৩০/২০৮, তাং- ২২/০৭/২০২১।

মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ কিচক ইউনিয়নের শোলাগাড়ী নয়াপাড়া তোজাম্মেল হক তোজাম একজন মৌসুমী চামড়া ব্যবসায়ী। প্রতি বছরের ন্যায় এবছরও সে কিচক ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে চামড়া ক্রয় করে বিক্রির জন্য স্থানীয় কিচক বাজারে সংরক্ষন করে। সারা দিনের সংগ্রহকৃত চামড়াগুলি বেশী দামে বিক্রির আশায় বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় স্থানীয় প্রভাবশালী কিচক ইউনিয়নের কিচক ঠাকুর পাড়া গ্রামের সমশের আলীর পুত্র ফরহাদ হোসেন, আজগর আলীর পুত্র আশরাফুল ইসলাম, মৃত: আশরাফ আলীর পুত্র ইয়াছিন আলী, তার ভাই ইয়াকুব আলী সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই ব্যবসায়ীর নিকট থেকে জোরপূর্বক বাজার দরের চেয়ে কম মূল্যে চামড়া নিতে চাই। ওই ব্যবসায়ী চামড়া বিক্রি করতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষরা তার কাছে চাঁদা দাবী করে। ওই ব্যবসায়ী তাদেরকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সঙ্গে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই চামড়া ব্যবসায়ীর ছোট ভাই বগুড়া জেলা প্রশাসকের গাড়ী চালক মোফাজ্জল হোসেন কে মোবাইল ফোনে বিষয়টি জানালে, সে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষদের চাঁদা দাবীর কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। এক পর্যায়ে প্রতিপক্ষরা মোফাজ্জল হোসেন ও তোজাম্মেল হক তোজাম কে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে শটকে পরে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তোজাম্মেল হক তোজাম এর অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে রিপাের্ট করেন এবং তোজাম্মেল কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় তোজাম্মেল হক তোজাম এর স্ত্রী বাদী শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে, মামলার আসামীদেরকে গ্রেফতরা করতে পুলিশ তৎপর রয়েছে।