বিলুপ্তির পথে চলনবিলের ৩০ প্রজাতির মাছ

316

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ, নাটোর, পাবনা জেলার ৯ টি উপজেলায় এক সময় প্রায় ১০০ প্রজাতির মাছ পাওয়া যেত৷ বর্তমানে বিলুপ্তির পথে ৩০ প্রজাতির মাছ। বিলুপ্তপ্রায় মাছগুলোর গুরুত্ব দিয়ে নতুন করে চাষ শুরু হয়েছে। তবে অত্যন্ত স্বাদযুক্ত বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো হলো ভেদা, বাইটক্যা, গরপই, গজার, শিলন ও বউ মাছ সহ প্রায় ৩০ প্রজাতির দেশি মাছ ৷
নাটোর মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলনবিলে এক সময় একশ প্রজাতির উপরে মাছ পাওয়া যেত। কালক্রমে,নদীর পাড় দখল,বিলের মধ্যদিয়ে রাস্তা নির্মাণ, অপরিকল্পিতভাবে পুকুর খনন, অধিক ফলনের আশায় জমিতে কীটনাশক প্রয়োগসহ নানা কারণে হারিয়ে যেতে থাকে বিভিন্ন দেশি প্রজাতির স্বাদু পানির মাছ। বর্তমানে ৩০ প্রজাতির মাছ বিলুপ্তির পথে বলে দাবি করেন কর্তৃপক্ষ। জানান, বিলুপ্তপ্রায় মাছগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে।