কাহালুতে এমপি মোশারফ হোসেনের বরাদ্দকৃত চারাগাছ “বয়েজ অব কাইট” ক্লাব ঘরের সামনে রোপন

304

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই, এই শ্লোগানকে সামনে রেখে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের বরাদ্দকৃত চারাগাছ কাহালু সদর ইউনিয়নের “বয়েজ অব কাইট” ক্লাব ঘরের সামনে রোপন ও সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

উক্ত চারাগাছ রোপন ও বিতরণ করেন “বয়েজ অব কাইট” ক্লাবের সভাপতি মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন ও সাধারণ সম্পাদক কাইয়ুম ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন “বয়েজ অব কাইট” ক্লাবের সহ-অর্থ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান, ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, সহ প্রচার সম্পাদক সাব্বির হাসান, দপ্তর সম্পাদক শিহাব হোসেন, সদস্য পারভেজ হোসেন, বায়জীদ জীম, রাশেদুল, আতিকুল, রাকিবুল হাসান সহ অত্র ক্লাবের সদস্যবৃন্দ।