ডা. মিল্লাত ৩য় বারের মতো বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের শিক্ষক প্রতিনিধি বোর্ড সদস্য নির্বাচিত

499

প্রেস বিজ্ঞপ্তি:
অর্গানাইজেশন অব হোমিওপ্যাথিক মেডিকেল স্টুডেন্টস (OHMS) এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক, ,স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ (স্বাহোচিপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম – মহাসচিব , স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখা প্রতিষ্ঠাতা সভাপতি, পেশাজীবি সমন্বয় পরিষদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বগুড়া জেলার সোনাতলা উপজেলার অন্তর্গত জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের ঐতিহ্যবাহী সরকার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম ও মোমেনা ইসলাম এর সন্তান, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃএস. এম. মিল্লাত হোসেন।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রাজশাহী বিভাগীয় শিক্ষক প্রতিনিধি (বোর্ড সদস্য) পদে তৃতীয় বারের মতো হ্যাট্রিক বার বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছেন। আজকে ১০ আগষ্ট বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সভাকক্ষে ভোটের ফলাফল গননা ও প্রকাশ করা হয়। উল্লেখ্য তিনি মোট ১৫০ (একশত পঞ্চাশ) ভোটের মধ্যে ১২৩ ( একশত তেইশ) ভোট প্রাপ্ত হয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষক প্রতিনিধি বোর্ড সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বাকী ০৭ (সাত) বিভাগে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ঢাকা বিভাগীয় শিক্ষক প্রতিনিধি বোর্ড সদস্য হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ কায়েম উদ্দিন, খুলনা বিভাগীয় শিক্ষক প্রতিনিধি বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আনিসুর রহমান মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মোবাশ্বর আলী খাদেম, সিলেট বিভাগে ডাঃ ইমদাদুল হক, বরিশাল বিভাগে ডাঃ আবুল কালাম আজাদ, রংপুর বিভাগে ডাঃ আশিক কুমার রায়, ময়মনসিংহ বিভাগে ডাঃ এম এ কাশেম।

নির্বাচন ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সচিব ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচন – ২০২১ এর নির্বাচন কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় নির্বাচন ফলাফল ঘোষণা পর্যবেক্ষণ করেন বিভিন্ন হোমিওপ্যাথিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ,প্রার্থীগণ ও তাদের প্রতিনিধি।

উপস্থিত সকলে নির্বাচনের পুরো প্রক্রিয়া ও ফলাফল ঘোষণা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।