দেশের বিভিন্ন স্হানে আদিবাসী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

134

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

খুলনার রুপসা উপজেলার পটিয়াখালির কলারপাড়া ও বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ এন সি বাড়ই। এসময় বক্তব্য রাখেন বাবু নিরঞ্জন সিংহ, প্রবীর বড়—য়া, রবার্ট রবিন মারান্ডি, ববিতা বর্মণ, চন্দন চক্রবর্তী, বিধান সিংহ, পুলক কর্মকার, অশোক সাহা, গোপাল তেওয়ারী, দীপক রঞ্জন, পলাশ কুমার আশ্চার্য, ববি এবং সুকুমার দাস প্রমুখ। কর্মসুচিতে বক্তারা বলেন বাংলাদেশে ধারাবহিকভাবে সাম্প্রদায়িক হামলা পরিচালিত হচ্ছে, এ যেন হামলার মহোৎসব। তারা আরো বলেন জোট সরকারের আমল থেকে সংখ্যালঘুদের উপর যে হামলা শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে। মুক্তিযদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও কেন আমরা হামলার শিকার হচ্ছি তা বোধগম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রীর চক্ষু আড়াল করে জোট সরকারের পেতাত্মারা এই হামলা পরিচালনা করছে। এদেরকে চিহ্নিত করার সময় এসেছে। এই সব সন্ত্রাসীরা শুধু সংখ্যালঘুদেরই ক্ষতি করে না এরা প্রধানমন্ত্রীর সব অর্জনকে ধুলিস্যাত করে দিচ্ছে। এখনই এদের লাগাম টেনে ধরার সময় এসেছে। বক্তারা স্বাধীন বাংলাদেশে এহেন ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।