লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয় পোশাক শিল্পে: শিবগঞ্জে রেজাউল করিম সেলিম

194

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে দেশে, আর দেশকে এগিয়ে নিতে সব চেয়ে বড় অবদান তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। পরোক্ষভাবে এই সব সেবাখাতে প্রায় লাখো মানুষের কর্মসংস্থান হয়। একটি গার্মেন্টস স্থাপিত হলে দরিদ্র নারীদের জীবন ও জীবিকার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। উপরিউক্ত বক্তব্য তুলে ধরেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। বৃহস্পতিবার (১২ই আগষ্ট) দুপুরে বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের
শচিয়ানী পশ্চিমপাড়ায় নিউ মিম ফ্যাশন গার্মেন্টস ইউনিট-২ এর শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন শচিয়ানী গ্রামে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য সাধুবাদ জানাই, একটি গার্মেন্টস তৈরি হওয়া মানে অনেক বেকারের কর্মসংস্থান তৈরি হওয়া।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া, মাহমুদুল হাসান, মাহবুবুর রহমান, সুমন মিয়া, আনোয়ার হোসেন, মিলটন, বেলাল, বাবলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে গার্মেন্টস এর উদ্বোধন ঘোষণা করা হয়।