শাজাহানপুরে ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

255

দুলাল হোসেন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস‍্য মো: শাহিন কোব্বাত এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪টায় গোহাইল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোহাইল ইউনিয়নবাসীর আয়োজন মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মোঃ আলী ইমাম ইনোকী।

এতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দীনেশ চন্দ্র পালের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবুল খায়ের শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সবুজ সোনার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খয়বর আলী, ইউপি সদস্য তাজনুর রহমান শাহীন,আব্দুল করিম,এনামুল হক, খলিল মিয়া, ছাত্রলীগ নেতা শাহীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রউফ, রুপিহার যুবসমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মজনু মিয়া,সমাজসেবক আব্দুল মান্নান, এমদাদুল হক, মোকছেদুল হক, মোক্তার হোসেন,অন্যন্যোর মধ্যে ইউপি সদস‍্যা মমতাজ বেগম সহ সন্ত্রাসী হামলার শিকার শাহিন কোব্বাত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কোব্বাত মেম্বারকে হামলায় অভিযুক্ত আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

উল্লেখ্যঃ গত ২১ জুলাই বুধবার রাত ৮টার দিকে গোহাইল ইউনিয়নের শালিকা গ্রামে এক শালিশ বৈঠক শেষে ভাড়ায় চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য শাহিন কোব্বাত।পথিমধ্যে খন্ডক্ষেত্র পন্ডিতপুকুর এলাকায় পৌছিলে রাস্তার উপর গাছ ফেলে একদল দূর্বৃত্ত গতিরোধ করে। এসময় শাহিন কোব্বাতকে এলোপাথারি মারপিট শুরু করে।একপর্যায়ে তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।