বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিকা বাবদ টাকা নেওয়ার অভিযোগ! তোপের মূখে তদন্ত কর্মকর্তা

726

ইমরানুল হকঃ বগুড়ার নুনগোলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিকা বাবদ টাকা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কাজ শুরু হয়েছে। জানা যায় ১২আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুনুর রশিদ এই তদন্ত কাজ পরিচালনা করেন। এক পর্যায়ে নুনগোলা ইউপির রজকপুর গ্রামে তদন্ত কাজ পরিচালনা করাকালিন জন তোটের মূখে তদন্তকারী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অভিযোগ কারি ইউনুছ সমর্থক ও চেয়ারম্যান আলীমুদ্দিন সমর্থকের স্বপক্ষে আলাদা আলাদা মানববন্ধন, বিক্ষোপ মিছিল ও বক্তব্য রাখেন। এতে বক্তারা একে অপরকে দোষারপ করতে থাকেন। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ জানান তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে করোনার টিকা বাবদ ২০ টাকা করে নেওয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। ০৯ আগস্ট (সোমবার) ওই ইউনিয়নের রজাকপুর ম্যাচপাড়া এলাকার মৃত আমু প্রাং এর ছেলে মোঃ ইউনুস আলী বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে এই অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সারা দেশের ন্যায় বগুড়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিনামূল্যে কোভিড-১৯ টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে টিকা নিতে গিয়ে ২০ টাকা করে দিতে হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ যারা টিকা নিতে আসছে তাদেরে কাছে থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম উদ্দিন প্রতি টিকায় ২০ টাকা করে নিচ্ছেন। বিষয়টি তাৎক্ষনিক ভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আর এম ও ডাঃ কাজলকে জানানো হয়েছে। এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানীকেও জানানো হয়েছে। এবিষয়ে তিনি তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এবিষয়ে নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম উদ্দিন বলেন, আমি টাকা নিয়েছি এমন অভিযোগ ভিত্তিহীন। তবে টাকা নেয়া হয়েছে এটা আমিও শুনেছি। যারা টিকার রেজিষ্টেশন করেছে সেই উদ্যোক্তারা তাদের কাজের সার্ভিসচার্জ হিসেবেই টাকাটি নিয়েছে। এবিষয়ে জেলা প্রশাসক জিয়াউল হক সাংবাদিকদের বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।