অপশক্তিরা দেশে আর যেন ২১ আগস্টের মতো কোন ঘটনা না ঘটাতে পারে-সাইফুল ইসলাম

284

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাহালু উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, অপশক্তিরা দেশে আর যেন ২১ আগস্টের মতো কোন ঘটনা না ঘটাতে পারে সেইজন্য নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট হত্যা করার পর অপশক্তিরা আবার তার সুযোগ্য কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেট হামলা চালিয়েছিলেন। শনিবার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজারে নারহট্র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারহট্র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু নাঈম নোমান।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম, আওয়ামীলীগনেতা আলহাজ্ব মো. আব্দুল গনি মন্ডল সহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।