দুপচাঁচিয়ায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে নিহতের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

114

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বর্তমান প্রধানমন্ত্রী আ’লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে নিহতের স্বরনে ২১(আগষ্ট) শনিবার বগুড়ার দুপচাঁচিয়া দলীয় নিজ কার্যালয়ে উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের যৌথ উদ্যোগে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।উপজেলা আ’লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক বলেন বিএপি- জামাত সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনও দেশের ভাল চায় না।যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে। তিনি আরো বলেন,২১ আগষ্ট আজকের এই দিনে দেশব্যাপী গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েিেছল।তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলার ভাই চেয়াম্যান ও যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, মাহবুবা নাছরিন রুপা,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার,শ্রমিকলীগের সভাপতি আশরাফহোসেন,সহ আওয়ামী যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগসহপ্রমূখ।শেষে ২১ আগষ্ট নিহতদের স্বরণে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।