শিবগঞ্জে বড় বেলঘড়িয়ায় হাফেজিয়া মাদ্রাসার পানির ট্যাংকে বিষ প্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

107

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড় বেলঘড়িয়া মদিনাতুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার পানির ট্যাংকে বিষ প্রয়োগ করার প্রতিবাদে ২১ আগষ্ট (শনিবার ) বিকাল ৪ ঘটিকায় অত্র মাদ্রাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার মুহতামিম মাওঃ আবু জাফর আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন গত ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল নিহতদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই রাত ১২টা ৭ মিনিটে মেইন গেটে ও জানালায় কে বা কাহারা ধাক্কা ধাক্কি শুরু করে ফলে ছাত্ররা আতংকিত হয়। এরপর পবিত্র আশুরা উপলক্ষে ২০শে আগষ্ট শুক্রবার সকালে এলাকার কিছু গরিব অসহায় মানুষ সহ গুন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই মহামারী করোনা থেকে মুক্তির আশায় দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। সেই রাতেই আবারো কে বা কাহারা অত্র মাদ্রাসার পানির ট্যাংকে বিষ প্রয়োগ করে। এতিম অসহায় কিছু ছাত্র অত্র মাদ্রাসায় রাত্রি প্রবাস করেন। ফজরের নামাজের অযু করতে গেলে তারা পানিতে বিষের দুর্গন্ধ পায় এবং পাঁচ জন ছাত্র অল্প কিছু পানি পান করলে তারা অসুস্থ হয়ে যায়। পরে তাদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে সুস্থ হয়। অতএব আমি ঘটে যাওয়া বিদ্বেষ মুলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । উপরোক্ত ঘটনায় প্রশাসনের সু দৃষ্টি ও সহায়তা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আতিকুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার, শাহ আলম, মুনছুর আলী, ক্যাশিয়া আবেদ আলী মোল্লা, ওবায়দুল ইসলাম, মাওঃ শিহাব উদ্দিন, আবুল কালাম, শামসুল আকন্দ, মাওঃ মাজেদুর রহমান, সেকেন্দর আলী, এলিয়াছ মোল্লা, মুছা শেখ আটমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড সদস্য খন্দকার আল এমরান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।