বগুড়া র‌্যাবের অভিযানে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

609

স্টাফ রিপোর্টার

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া-নাটোর অভিমুখে কাভার্ড ভ্যানের মাধ্যমে অভিনবভাবে লুক্কায়িত একটি বড় মাদকের চালান নাটোরে যাইতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। অদ্য ২২ আগষ্ট ২০২১ ইং তারিখ ১০,৪০ ঘটিকায় র‌্যাবের চেকপোস্টে মাদকবাহী কাভার্ড ভ্যানটি অবশেষে র‌্যাবের গোয়েন্দা জালে আটক হয়। কাভার্ড ভ্যানের থাকা মাদক ব্যবসায়ী ১। মোঃ তাজু খাঁন (৩২), পিতা-মৃত আব্দুল ওয়াহিদ খাঁন, সাং-ইসলামবাগ এবং ২। মোঃ আসলাম (৪৯), পিতা-মৃত কুদ্দুস, সাংÑ রসুলপুর, উভয় থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীদ্বয়‘কে মোট ৩৩৬ বোতল ফেন্সিডিল, ০১ টি কাভার্ড ভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭০৮৬), ০২টি মোবাইল, ০৩ টি সীমকার্ড এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।