জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে কৃষলীগের আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপন কর্মসুচি

162

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্বরনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মসুচির আয়োজন করা হয়। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ এর কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক আজমল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, সদস্য আলহাজ ডাঃ আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা লিটন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন মন্ডল, আবুল কাশেম আকন্দ, মোস্তাফিজার রহমান রিপন, বজলার রহমান বকুল প্রমুখ। এর আগে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।