শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

243

মোঃ জাকির হোসেন শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের তেতুলতলা মোড় নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শেরপুর থানা এলাকায় রাত্রিকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার,গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান ডিউটি করাকালীন ২৯ আগস্ট রাত অনুমান ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানাধীন ৭ নম্বর ভবানীপুর ইউনিয়নের অন্তর্গত তেতুলতলা মোড়ে পাকা রাস্তার উপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করা কালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে জুয়েল (৪০) এবং বগুড়া সদর থানাধীন নামুজা গ্রামের মৃত আমির উদ্দিন এর ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে রমজান (৫০)কে গ্রেফতার করা হয় ।এসময় আরো ১০/১২ জন আসামি পালাইয়া যায়।আসামিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি ছোট পিক আপ রেজিঃ নং ঢাকা মেট্রো ন-১৩-০২১৫,একটি চাকু,একটি করাত, একটি ৩০ ফুট লম্বা রশি,৫টি বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়।আসামি গন সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ।তারা বিভিন্ন স্থানে রাস্তায় ব্যারিকেড তৈরি করে ডাকাতি করিয়া থাকে।

দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।