স্বর্ণ পদকপ্রাপ্ত কাহালুর মৎস্যচাষী আলহাজ্ব শফিকুল ইসলামকে গণ-সংবর্ধনা প্রদান

111

কাহালু(বগুড়া)প্রতিনিধি

সোমবার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বছির উদ্দিন মন্ডল মার্কেটের সামনে মৎস্য সেক্টরে বাংলাদেশের মধ্যে বিশেষ অবদান রাখায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দ্বিতীয় বাবের মতো জাতীয় পুরস্কার স্বর্ণ পদকপ্রাপ্ত কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের প্রোপ্রাইটর বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলামকে বিভিন্ন পেশাজীবির মানুষ গণ-সংবর্ধনা প্রদান করেন।
গণ-সংবর্ধনা প্রদান করেন নারহট্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন, নারহট্র ইউনিয়ন পরিষদের সদস্য মো. গেলাাম রব্বানী মন্ডল, সাবেক সদস্য আলহাজ্ব গেলাাম রব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মজিবর রহমান মুক্তার, মজু, শিলকওঁর মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার, মৎস্যচাষী আব্দুল হান্নান, তোতা মিয়া, দৈনিক ভোরের দর্পণ কাহালু উপজেলা প্রতিনিধি, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শিলকওঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান রুবেল, সমাজসেবক ডাঃ আজিজার রহমান সহ বিভিন্ন পেশাজীবির মানুষ গণ-সংবর্ধনা প্রদান করেন। এর আগে স্বর্ণ পদকপ্রাপ্ত কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুল ইসলাম ঢাকা থেকে বগুড়া চারমাথা আসলে প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে তাকে বিবিরপুকুর বাজারে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে আসা হয়।